আ জা আন্তর্জাতিক ডেক্স:
মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইসরায়েলের সম্ভাব্য পারমাণবিক হামলার জবাবে পাকিস্তানও ইসরায়েলে পাল্টা হামলা চালাবেবলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ এক সেনা কর্মকর্তা। তবে এ বিষয়ে এখনো পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল মোহসেন রেজাই এক সাক্ষাৎকারে জানান, ইসরায়েল যদি ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তবে পাকিস্তানও ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে, এমন প্রতিশ্রুতি তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পাকিস্তান ইরানের পাশে থাকার অঙ্গীকার করেছে এবং মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়।
এদিকে ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও ঘনীভূত হয়েছে। গত শুক্রবার ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালায়, যাতে তেহরানের দাবি অনুযায়ী অন্তত ২২৪ জন ইরানি নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরাও।
এর জবাবে ইরানও ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সোমবার সকালেও ইরান নতুন করে হামলা চালালে তেলআবিবসহ বিভিন্ন শহরে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি জরুরি সংস্থাগুলো জানিয়েছে, এসব হামলায় দেশটিতে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে।