প্রতিনিধি ৬ আগস্ট ২০২৫ , ৬:১৮:১৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পরিবেশ পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রাক-নির্বাচনী প্রতিনিধি দল আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকা সফরে আসছে। নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, সাত সদস্যের এ দলে থাকছেন তিনজন আন্তর্জাতিক ও চারজন স্থানীয় পর্যবেক্ষক। দলটি ৭ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।
সফরকালে প্রতিনিধি দলটি নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক অবস্থা, অংশগ্রহণমূলক পরিবেশ, এবং ভোট গ্রহণের সম্ভাব্য নিরপেক্ষতা মূল্যায়ন করবে। এই মূল্যায়নের ভিত্তিতেই ইইউ সিদ্ধান্ত নেবে—বাংলাদেশে তারা একটি পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠাবে কি না।
দলের কার্যক্রমের অংশ হিসেবে তারা নির্বাচন কমিশন, বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীদারদের সঙ্গে বৈঠক করবে বলে নিশ্চিত করেছে আরেকটি সূত্র।
ব্রাসেলসের একটি সূত্র জানায়, “ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম সাধারণত নিজস্ব মূল্যায়ন ও স্বাগতিক দেশের অনুমতির ভিত্তিতে পরিচালিত হয়। এবারও উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে তারা পর্যবেক্ষণে যাচ্ছেন।”
এই পর্যবেক্ষণ মিশনকে ঘিরে আগামী নির্বাচনে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আরও স্পষ্টভাবে বাংলাদেশে পড়তে যাচ্ছে।