ওমর ফারুক রনি, মাধবদী নরসিংদী:
মাত্র চার মাস আগে প্রবাস থেকে দেশে ফিরেছেন আমিনুল ইসলাম জজ মিয়া, আজ নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজে ছাত্রাবাসে থাকা ছেলেকে দেখতে স্ত্রী আকলিমা বেগমকে সাথে নিয়ে এসেছিলেন। দেখা শেষে বাড়ী ফেরার পথেই লাশ হয়ে গেলেন দু-জন। কে জানতো? ছেলের সাথে এ দেখাই হবে তাদের শেষ দেখা!!
আজ সোমবার (৩০ জুন) বিকাল সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া অরক্ষিত একটি রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের ধা'ক্কায় প্রাণ হা'রান দু-জন।
তারা হলেন- মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের আমিনুল ইসলাম জজ মিয়া (৪৮) ও তার স্ত্রী আকলিমা বেগম (৪৫)। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মোঃ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।