গণ মাধ্যম

ঈদুল ফিতর উপলক্ষে নোয়াবের তিন দিন ঈদ ছুটি ঘোষণায় প্রতিবাদ জানিয়েছেন…ডিআরইউ

  প্রতিনিধি ১৯ মার্চ ২০২৫ , ৬:২১:০৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নোয়াবের তিন দিন ঈদ ছুটি ঘোষণায় প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র তিন দিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ‘নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)’। সে অনুযায়ী ৩০ ও ৩১ মার্চ এবং ১ এপ্রিল ছুটি থাকবে। তবে চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর ১ এপ্রিল অনুষ্ঠিত হলে সে ক্ষেত্রে পরদিন ২ এপ্রিল সংবাদপত্র বন্ধ থাকবে।

আজ বুধবার ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে বলেন, এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ ছুটি পাচ্ছেন। ঈদের টানা পাঁচ দিন সরকারি ছুটির সঙ্গে এবার আগে-পরেও মিলছে স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি। সবকিছু মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মার্চের শেষ সপ্তাহ ও এপ্রিলের প্রথম সপ্তাহ যাবে ছুটির মধ্যে। অথচ সংবাদ মাধ্যম কর্মীদের কথা বিবেচনায় না নিয়ে নোয়াব মাত্র তিন দিনের ছুটি ঘোষণা করেছে।

নেতারা নোয়াবের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ছুটি বাড়ানোর দাবি জানান।

আরও খবর

চিরনিদ্রায় শায়িত প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান খোশরোজ কিতাব মহল ও গণমাধ্যম ব্যক্তিত্ব মহীউদ্দীন আহমদ 

কথিত  সাংবাদিক রিয়াজ শশুর বাড়ির টাকা আত্মসাৎ করে হুমকি দিয়ে যাচ্ছে ভুক্তভোগীদের অভিযোগ উঠেছে 

সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছেন আদালত।

অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা দিয়েছে…মীর্জা ফখরুল ইসলাম আলমগীর

সাংবাদিক দম্পতি সাগর ও রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৫ এপ্রিল

সারাদেশে সাংবাদিকদের হামলা মামলার প্রতিবাদে মাদারীপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন

Sponsered content