প্রতিনিধি ২২ জুন ২০২৫ , ৫:৫৬:৫৫ প্রিন্ট সংস্করণ
আ জা আন্তর্জাতিক ডেক্স:
ইরানে যুক্তরাষ্ট্রের হামলা প্রসঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘এই হামলার মাধ্যমে ট্রাম্প শুধু ইরানই নয়, বরং আমেরিকার জনগণের সাথেও বিশ্বাসঘাতকতা করেছেন ট্রাম্প।
বিবিসি জানিয়েছে এক টেলিভিশন ভাষনে এসব কথা বলেন আরাগচি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ট্রাম্প যখন প্রেসিডেন্ট হন, তখন বলেছিলেন তিনি মধ্যপ্রাচ্যে আমেরিকার দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধে জড়ানো বন্ধ করবেন। কিন্তু এখন তিনি তা না করে উল্টো আমাদের সঙ্গে কূটনীতির নামে প্রতারণা করেছেন এবং আমেরিকার জনগণকেও ঠকিয়েছেন।’
আব্বাস আরাগচি বলেন, ‘তিনি এমন একজন যুদ্ধাপরাধীর নির্দেশে কাজ করছেন, যিনি বহুদিন ধরে আমেরিকার মানুষ ও তাদের অর্থ ব্যবহার করে ইসরায়েলের স্বার্থে কাজ করে যাচ্ছে।’
এদিকে ইরানে হামলার পর ট্রাম্প বলেন, ‘আমি বিশ্ববাসীকে জানাতে পারি যে, এই হামলাগুলো ছিল একটি অসাধারণ সামরিক সাফল্য। হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের গোপন পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্র ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানের স্থাপনাগুলো। এ হামলায় ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধিকরণ সুবিধাগুলো সম্পূর্ণ ও চূড়ান্তভাবে ধ্বংস হয়েছে। মধ্যপ্রাচ্যের দাম্ভিক শক্তি ইরানকে এখন অবশ্যই শান্তির পথ বেছে নিতে হবে।’
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই হামলার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান।