জাতীয়

আন্তর্জাতিক ইসলামী সংগঠন ও গবেষণা প্রতিনিধির সাথে ছাত্রশিবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ৫ জুলাই ২০২৫ , ৮:২৯:২২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক;

আন্তর্জাতিক ইসলামী সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথে ছাত্রশিবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ০৫ জুলাই, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

সভায় ইন্দোনেশিয়ার প্রসপারাস জাস্টিস পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদীয় দলের প্রধান ড. এইচ. জাজুলি জুওয়াইনি (Dr. H. Jazuli Juwaini) এবং একই দলের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সেক্রেটারি জেনারেল ড. দানাং আজিজ আকবারোনা (Dr. Danang Aziz Akbarona) অংশগ্রহণ করেন।

এছাড়া মালয়েশিয়ার এশিয়ান ফোরাম ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট (AFPAD)-এর চেয়ারম্যান ড. সৈয়দ আজমান বিন সৈয়দ আহমাদ নওয়াবি (Dr. Syed Azman bin Syed Ahmad Nawawi), জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্রন্ট (JDF)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য, International Institute of Advanced Islamic Studies-এর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ কর্মকর্তা এবং AFPAD-এর সমন্বয়কারী মোহাম্মদ ফাইয বিন মোহাম্মদ নওয়িও (Mohd Faiz bin Md Nawi) এবং বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার মোহদ শুহাদা বিন ওসমান (Mohd Shuhada bin Othman) সভায় উপস্থিত ছিলেন।

সভায় পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শিক্ষাব্যবস্থা, উচ্চশিক্ষা, গবেষণা এবং নেতৃত্ব বিকাশে যৌথভাবে অগ্রসর হওয়ার নানা উপায় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি, মুসলিম ছাত্র ও যুবসমাজের অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও মতবিনিময় করা হয়।

সভায় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামসহ কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content