প্রতিনিধি ২১ জুলাই ২০২৫ , ২:২৯:০০ প্রিন্ট সংস্করণ
আ জা ডেক্স:
ঢাকার দিয়াবাড়িতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বহু সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনায় গভীর শোক প্রকাশ করে আগামীকাল ২২ জুলাই মঙ্গলবারকে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।
সোমবার, ২১ জুলাই, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ।
প্রজ্ঞাপনে বলা হয়, “বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনাবশত রাজধানীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ে বহু মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সরকার এ ঘটনায় গভীরভাবে শোকাহত।”
রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একই নিয়ম অনুসরণ করবে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশন।
এ ছাড়া নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় মঙ্গলবার দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও একই ধরনের প্রার্থনার ব্যবস্থা করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, রাজধানীর দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন কলেজের ওপর আছড়ে পড়ে। এতে কলেজের শিক্ষার্থীসহ বহু সাধারণ নাগরিকের মৃত্যু হয়, যা দেশের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম হৃদয়বিদারক দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।