গণ মাধ্যম

সাংবাদিক কামরুজ্জামান হিরুর পিতার মৃত্যুতে সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক

  প্রতিনিধি ৩০ জুন ২০২৫ , ৩:৪৫:৪১ প্রিন্ট সংস্করণ

আ জা ডেক্স:

দৈনিক সংগ্রামের ক্রীড়া সাংবাদিক একেএম কামরুজ্জামান হিরুর পিতা একেএম শামসুল হক এর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন- এর সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ।

আজ (৩০ জুন) সোমবার সংগঠনের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় এসব তথ্য জানানো হয়।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, ক্রীড়া সাংবাদিক একেএম কামরুজ্জামান হিরুর পিতা একেএম শামসুল হক এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, রবিবার (২৯ জুন) রাজধানীর ফকিরেরপুলের কোমরগলির নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান একেএম শামসুল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ এশা নামাজে জানাযা শেষে আজিমপুর কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

আরও খবর

Sponsered content

প্রতিটি অন্যায়ের মূল কারণ দুর্নীতি…দুদক চেয়ারম্যান

মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ-ধর্ম উপদেষ্টা ড.খালিদ হোসেন

বিসিএমইএ’র নতুন সভাপতি মইনুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক ইরফান উদ্দীন

পররাষ্ট্র সচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার নিয়ে মার্কিন পররাষ্ট্র সচিবের সাথে ফলপ্রসূ বৈঠক।

সন্ত্রাসী চাঁদাবাজি কেউ করলে আমাদের কাছে লিখিত অভিযোগ দিবেন।।সাবেক এমপি গিয়াসউদ্দিন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, মো. মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক ই আজম