সারাদেশ

মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেল মর্টার শেল

  প্রতিনিধি ৫ মার্চ ২০২৪ , ৪:২৩:৪৫ প্রিন্ট সংস্করণ

মোঃ সুমন আহমেদ, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলা আখাউড়ায় মাটি খুঁড়তে গিয়ে একটি মর্টার শেল পাওয়া গেছে। গতকাল ৪ মার্চ সোমবার দুপুরে বিজয়নগর উপজেলার দক্ষিন পাশের এলাকায় আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রাম থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। তখন উৎসুক জনতার ভিড় দেখা যায়।

ধারণা করা হচ্ছে, মর্টার শেলটি মুক্তিযুদ্ধের সময়কার। যা অবিস্ফোরিত রয়ে গেছে। এর আগেও ওই জায়গার পাশ থেকে মর্টার শেল উদ্ধার হয়।

স্থানীয় সূত্র জানায়, সকালে চাঁনপুর গ্রামের পশ্চিম পাড়ার আবুল হাসিমের বাড়ির আঙ্গিনায় লিচু গাছের গোঁড়ার মাটি খোঁড়া হচ্ছিল। কিছুটা মাটি খোঁড়ার পর মর্টার শেলটি পাওয়া যায়। পরে পুলিশে খবর দেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে মর্টার শেলটি দেখতে লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বলেন, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ব্যবহার হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সে সময় শেলটি অবিস্ফোরিত থাকে। পুলিশ শেলটিকে নিজেদের হেফাজতে নিয়ে নিরাপদ স্থানে রেখেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুমিল্লা সেনানিবাসে খবর দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content

উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ, সুশিক্ষিত, সুস্বাস্থ্যের অধিকারী হিসেবে গড়ে তোলা আবশ্যক…প্রধান উপদেষ্টা

ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ,হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সরকার স্থায়ী সমাধানের কাজ করছে…পরিবেশ উপদেষ্টা

সফররত প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে হুবেই-বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

সরকার দেশের দেনা শোধ করেছে প্রবাসীদের পাঠানো টাকায়…প্রধান উপদেষ্টা

দুই সপ্তাহ জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতাল বন্ধ থাকার পর আংশিক চিকিৎসা সেবা চালু হয়েছে