জাতীয়

আগামী নির্বাচনে সারাদেশে ৪৭ হাজার ভোটকেন্দ্রের বডি ক্যামেরা থাকবে…স্বরাষ্ট্র উপদেষ্টা

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২৫ , ১:৫৯:১১ প্রিন্ট সংস্করণ

  • নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে দেশের প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বডি ক্যামেরা সরবরাহের পরিকল্পনা করেছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি জানান, সারাদেশে ৪৭ হাজার ভোটকেন্দ্রের প্রতিটিতে একটি করে বডি ক্যামেরা সরবরাহের উদ্যোগ নেয়া হচ্ছে। এসব ক্যামেরা সংশ্লিষ্ট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশের সিনিয়র সদস্যের কাছে থাকবে। নিরাপত্তা বাহিনীকে আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।

বৈঠকে নির্বাচনের দিন ও তার আগের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করা হয়। উপদেষ্টা বলেন, “নির্বাচনের সময় প্রিজাইডিং অফিসাররা যেন কোনো বাসায় না থেকে কেন্দ্রে অবস্থান করতে পারেন, সে অনুযায়ী আনসার-পুলিশ সদস্যদের সঙ্গে থেকে নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

তিনি আরও জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা প্রায় ৮ লাখ থাকবে। এর মধ্যে পুলিশ, আনসার, বিজিবি, র‍্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা থাকবেন। নির্বাচনের আগে নিরাপত্তা বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং মাঠ পর্যায়ে মহড়াও চালানো হবে।

এ সময় নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ৭৬ কর্মকর্তার সংযুক্ত বদলি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, “এটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। এটি চলমান একটি রুটিন কাজ।”

উপদেষ্টা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রস্তুতি, প্রযুক্তির ব্যবহার ও সুশৃঙ্খল সমন্বয়ের মাধ্যমে আসন্ন নির্বাচন হবে স্বচ্ছ, অবাধ ও শান্তিপূর্ণ।

আরও খবর

রাজধানীতে যেসব এলাকা সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ

দুই দফায় বিভিন্ন দল সংগঠনের ২০ জন নেতা সাক্ষাৎ করবেন…প্রধান উপদেষ্টার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, মো. মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক ই আজম

হেপাটাইটিস নির্ণয়ে পরীক্ষা করুন, টিকা নিন: প্রধানমন্ত্রী

কেরানীগঞ্জে অভিযানে অবৈধ ব্যাটারী কারখানা সিলগালা, ৭ দিনের মধ্যে দস্তা বর্জ্য অপসারণের নির্দেশ…পরিবেশ অধিদপ্তর

ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ৯৭২টি মামলা ৩৭ লাখ ৯৪ হাজার টাকা জরিমানা

Sponsered content